Saturday, November 15, 2025

মহামারির ধাক্কায় এবার আইপিএলে ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীর উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

Date:

করোনা ধাক্কায় ভারতের পরিবর্তে আমিরশাহীতে হবে এবারের আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। এই পরিস্থিতিতে কোভিড-১৯ ভাইরাসেএবার আইপিএলে ক্রিকেটাররা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যেতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গেল!
সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে ।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না।
সাধারণত অন্যবার ক্রিকেটারদের পরিবারের সদস্যরা আইপিএল দেখতে আসেন। স্ত্রী-বান্ধবীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকেন। কিন্তু এবারে বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে অনেক চাপ রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগে সমস্ত ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হতে হবে। এমনকি, আইপিএল শুরুর আগে দুই সপ্তাহে চার বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে বলে জানানো হয়েছে । এবং প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে বোর্ডের কঠোর নিয়মবিধি মেনে। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা পরিবার থাকবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করতে চাইছে না বোর্ড।
বোর্ড এই মুহূর্তে নিরাপত্তার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ক্রিকেটারদের পরিবারকে আমিরশাহী নিয়ে গেলে, স্ত্রী-সন্তান বা বান্ধবীরা সম্পূর্ণ গৃহবন্দি থাকবেন তার নিশ্চয়তা নেই। সেই সঙ্গে প্রতিজনকে জৈব সুরক্ষা বলয়ের অধীনে রাখতে হবে। স্ত্রী-বান্ধবীদের গতিবিধিও নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হবে। সেই কারণেই বোর্ড এবছর যত কম সংখ্যক লোক নিয়ে আমিরশাহি যেতে চাইছে।
এক বোর্ডকর্তা জানিয়েছেন , বায়ো-বাবলে এক বার প্রবেশ করলে কেউই তা ভাঙতে পারবেন না। স্ত্রী বা পরিবারের অন্যরা ক্রিকেটারদের সঙ্গে সফর করবেন কি না, সেই সিদ্ধান্ত নিচ্ছে না বিসিসিআই। এটা ছেড়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের উপর। কেউ সেই প্রোটোকল ভাঙতে পারবে না। এমনকি, টিম বাসের ড্রাইভাররা পর্যন্ত বায়ো-বাবল ভাঙতে পারবে না।
সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে পরিবার ছাড়াই এবারের আইপিএল খেলতে হতে পারে ক্রিকেটারদের । এবং সেই সম্ভাবনাই প্রবল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version