Saturday, November 1, 2025

ডিজিটাল ভারতে শুধু এপ্রিলেই মোবাইল ছেড়েছেন ৮২ লক্ষ, বিস্ময়কর তথ্য TRAI-এর

Date:

একদিকে সংক্রমণ- আবহে ডিজিটাল-নির্ভর হচ্ছে দেশ, অন্যদিকে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা TRAI-এর সদ্য প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, শুধু গত এপ্রিল মাসেই গোটা দেশে ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

এই মুহুর্তে অফিস, স্কুল, এমনকী রাজনৈতিক কর্মকাণ্ডও ডিজিটাল বা ফোন-নির্ভর৷ কিন্তু TRAI-এর তথ্য বলছে, সম্পূর্ণ উল্টোপথে হেঁটে মহামারি বা লকডাউন যুগে মোবাইল নির্ভরতা কমাচ্ছে ভারত! এ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত, তার একটি রিপোর্ট সম্প্রতি পেশ করেছে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া৷ সেই রিপোর্টে গত এপ্রিল মাসের মোবাইল গ্রাহক সংখ্যার একটি হিসেব পেশ করা হয়েছে। দেখা যাচ্ছে, গোটা দেশে শুধু ওই মাসেই ৮২ লক্ষ ৩১ হাজার গ্রাহক তাঁদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ট্রাইয়ের কর্তাদের বক্তব্য, এক মাসে এত সংখ্যক গ্রাহকের মোবাইল ফোন, বা বলা ভালো সিম ছেড়ে দেওয়ার রেকর্ড প্রায় নেই বললেই চলে।

সামাজিক দূরত্বের যুগে যখন মোবাইলই প্রধান মাধ্যম, সেখানে এই উলটপুরাণ কেন?TRAI-এর ধারনা, যেহেতু এপ্রিল মাসে টানা লকডাউন ছিল, সেই কারণে বহু মানুষের কাছে টাকা ছিল না। ফলে অনেকেই মোবাইল সংযোগ ছেড়েছেন।

সারা দেশে মোট টেলিকম গ্রাহকের সংখ্যা প্রায় ১১৭ কোটি। একই ব্যক্তির একাধিক টেলিফোন সংযোগকে হিসেবে রেখেই এই তথ্য দিয়েছে ট্রাই।

ওই রিপোর্ট জানাচ্ছে, কলকাতায় মোবাইল গ্রাহকের সংখ্যা বা থাকা চালু সিমের সংখ্যা ২ কোটি ৫৫ লক্ষ। রাজ্যের অন্যান্য জেলায় সেই সংখ্যা সাড়ে ৫ কোটি। সংযোগ বন্ধ করায় এরাজ্যে সবচেয়ে উপরে কলকাতা। সংখ্যাটা প্রায় ১ লক্ষ ৮১ হাজার। বাকি সব জেলা মিলিয়ে মোবাইল সংযোগ ছেড়েছেন মাত্র ৪ হাজার ৭৭০ গ্রাহক। অথচ কলকাতার তুলনায় জেলাগুলিতে মোবাইল গ্রাহকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তাহলে জেলায় মোবাইল সংযোগ ছাড়ার হিড়িক এতটা কম কেন? TRAI বলছে, এর অন্যতম কারণ পরিযায়ী শ্রমিক। ওই মাসে রাজ্যে বহু শ্রমিক ফিরেছেন। তাঁরা মূলত জেলাতেই চলে গিয়েছেন। তাঁদের অনেকেই নতুন করে সিম কার্ড কিনেছেন। জেলায় থেকে যাওয়া অনেক গ্রাহকই হয়তো তাঁদের মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছিলেন। এপ্রিলে পরিযায়ী শ্রমিকদের কেনা নতুন সিম কার্ড সেই খামতি অনেকটা পুষিয়ে দিয়েছে, এমনই মনে করছেন টেলিকম সেক্টরের কর্তারা।

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version