Wednesday, August 27, 2025

“আপনার জীবনে সাফল্য আসুক!” অম্ল-মধুর সম্পর্কের মধ্যেই দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা বাবুলের

Date:

সম্প্রতি বঙ্গ বিজেপি নেতাদের অভ্যন্তরীণ সম্পর্ক, গোষ্ঠীবাজি, দলীয় স্তরে ক্ষমতার লড়াই প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে রোজই সংবাদে উঠে আসছে নানা ধরণের রংচংয়ে খবর। কখনও দিলীপ-মুকুল সম্পর্কের ফাটল তো কখনও আবার দিলীপকে অন্ধকারে রেখে বাবুলের দিল্লির বাড়িতে একঝাঁক সংসদ-নেতাকে নিয়ে মধ্যাহ্নভোজ। সবমিলিয়ে মুরলিধর সেন লেনের ম্যানেজারদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের টক-ঝাল, অম্ল-মধুর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। যা বিরোধীদের কাছে খোরাক হয়েছে। তবে দিল্লি নেতৃত্বের নির্দেশে দ্রুততার সঙ্গে ড্যামেজ কন্ট্রোলেও নেমে পড়েছেন দিলীপ-মুকুল-বাবুলরা।

বঙ্গ বিজেপি নেতাদের ব্যাখ্যা, দিল্লি বৈঠক নিয়ে সম্প্রতি বিজেপির যে অন্তঃকলহের খবর প্রকাশ্যে এসেছে তা নাকি মিডিয়ার তৈরি আজগুবি গল্প। কেউ কেউ আবার পরোক্ষে ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন, বিজেপি বড় দল। একসঙ্গে চলতে গেলে ওরকম ঠোকাঠুকি লাগে। তবে ঘটনা যাই হোক না কেন, সম্পর্কের মেরামতি করার এক প্রচেষ্টা কিন্তু সব পক্ষ থেকেই দেখা যাচ্ছে।

এরই মধ্যে আজ, পয়লা অগাস্ট দিলীপ ঘোষের জন্মদিন। এই দিনটিকে কাজে লাগিয়ে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে বঙ্গ বিজেপি সভাপতিকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়ে ছবি দিয়ে ফেসবুকে ফলাও পোস্ট করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।

সম্পর্কের বরফ গলার ইঙ্গিত কিনা তা সময় বলবে, কিন্তু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে দিলীপ ঘোষের জন্মদিনে শুভেচ্ছা বার্তা হিসেবে বাবুল লিখেছেন, “ভালো থাকবেন দিলীপদা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনে অনেক সাফল্য আসুক।”

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version