কাল, রবিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেলুড় মঠ। যেভাবে কলকাতা, বেলুড় এবং হাওড়া জুড়ে সংক্রমণ বাড়ছে, সেই কথা মাথায় রেখেই মঠ কর্তৃপক্ষ ২ অগাস্ট থেকে বেলুড় মঠ বন্ধ রাখছে। আপাতত অনির্দিষ্টকাল পর্যন্ত ভক্ত এবং দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না। মঠ কর্তৃপক্ষ জানিয়েছে করোনা সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল থেকেই ফের বন্ধ হয়েছে তারাপীঠের মন্দির।
