Monday, November 17, 2025

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ যাক ‘সোশালিস্ট’ ও ‘সেক্যুলার’ শব্দ, মামলা সুপ্রিম কোর্টে

Date:

সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক বা Socialist ও ধর্মনিরপেক্ষ বা Secular শব্দ দুটি বাদ দেওয়ার দাবিতে এবার মামলা হল সুপ্রিম কোর্টে৷ রাজনৈতিক মহলের অনুমান, এই মামলার পিছনে রয়েছে RSS-এর সক্রিয় সহযোগিতা ও পরামর্শ ৷

আবেদনে বলা হয়েছে, এই শব্দ দুটি ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী এবং বামপন্থী ভাবধারার৷ মামলাটি করেছেন বলরাম সিংহ ও করুণেশ শুক্লা নামে দুই আইনজীবী।২০১৬ সালে এই আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু আদালত সেই মামলা গ্রহণই করেনি।

১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনী হিসেবে ২(এ) ধারায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়। এই শব্দ দুটি নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি RSS-এর৷ এবার তো সরাসরি মামলা-ই হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অন্তর্ভুক্তি সংবিধানেরই পরিপন্থী। এই শব্দ দুটি আসলে সংবিধানেরই বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। হলফনামায় বলা হয়েছে, সংবিধানে এই শব্দ দুটি মার্কসের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যোগ করা হয়েছে। যা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।
আবেদনে আরও বলা হয়েছে, ভারতে কোনও রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করাতে সংবিধানের প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাধ্যতামূলকভাবে দলের সংবিধানে থাকতে হয়। আবেদনকারীরা সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে এই নিয়মেরও বদল করার নির্দেশ দেওয়া হয়

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version