রং তুলির হাত ধরে ডিজিটাল মাধ্যমে নতুন স্বপ্নের সূচনা সোলস অফ ইন্ডিয়ার

ভাইরাস সংক্রমণের জেরে গৃহবন্দী দশা কাটাচ্ছে সারা বিশ্বের মানুষ। চেনা ছন্দে ফিরতে চাইলেও সেই উপায় নেই। এর প্রভাব পড়েছে মনের উপরও। ফিকে হচ্ছে হৃদয়ের রং। এই অবস্থায় রং তুলির হাত ধরে নতুন স্বপ্ন আঁকছে সোলস অফ ইন্ডিয়া।

একটি নতুন ধরনের রংয়ের সম্ভার নিয়ে এসেছে ক্যামলিন কোকুয়ো। যার নাম ফ্লুইড অ্যাক্রেলিক। ক্যামলিনের ফ্লুইড অ্যাক্রেলিক কীভাবে ব্যবহার করা যাবে তা ছিল এই ওয়ার্কশপের মূল বিষয়বস্তু। শনিবার ২৫ জুলাই ক্যামলিন সঙ্গে যৌথভাবে আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছিল সোলস অফ ইন্ডিয়া। এদিনের ওয়ার্কশপে শিল্পীরা জানান, কোন মাধ্যমে এবং কী পদ্ধতিতে আঁকতে তাঁদের সুবিধা হবে। ভিডিও কনফারেন্সে এই ওয়ার্কশপে যোগ দিয়েছিল বাংলাদেশের বং গ্রুপ অফ আর্টিস্ট সহ আর্ট স্কুলের শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোলস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সদস্য পিয়ালী মুখোপাধ্যায় এবং অর্চিতা চট্টোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যামলিনের কলকাতার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সহ মার্কেটিংয়ের বিভাগের ৩ জন।

Previous articleভারতীয় সেনা নিয়ে আর ইচ্ছেমত সিনেমা নয়, প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র বাধ্যতামূলক
Next articleরহস্য-চক্রান্ত! সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু তদন্তের ফাইলও লোপাট!