কোভিড আক্রান্তরা হাসপাতালে মোবাইল ব্যবহার করতে পারবেন

প্রতীকী ছবি

কোভিড আক্রান্তরা হাসপাতালে থাকলে এবার থেকে তাঁরা সঙ্গে রাখতে পারবেন স্মার্ট ফোন বা ট্যাবলেট। কেন্দ্রের তরফ থেকে রবিবার এক নির্দেশনামায় এ কথা বলা হয়েছে। উল্লেখ্য এ রাজ্যে প্রথম দিকে হাসপাতাল ও কোয়ারান্টাইন সেন্টারে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। পরে ধাপে ধাপে সেই সুযোগ দেওয়া হয়। তবে কেন্দ্র এই নির্দেশ জারি করায় এটা পরিষ্কার হয়ে গেল প্রাথমিকভাবে যে নিয়ম নীতি নেওয়া হচ্ছিল তা যথাযথ ছিল না। এ বিষয়ে মনোবিদ বসুন্ধরা গোস্বামী বলেছেন, এটা আসলে বাস্তব থেকে শিক্ষা নেওয়া। করোনার শুরুর সময় বোঝা যায়নি। এটা বাস্তব মানুষ এখন মোবাইল ফ্যানাটিক। যোগাযোগ, এন্টারটেইনমেন্ট, বা সময় কাটানোর অন্যতম মাধ্যম। সেই সঙ্গে করোনার কারণে আতঙ্ক, একাকীত্ব কাটানোর একটি অন্যতম মাধ্যম। কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশ জুড়ে লাগু হবে ৩ অগাস্ট থেকেই।

Previous articleসপ্তাহশেষে রেকর্ড উত্থান সোনার দামে, সোমবার শুরু গোল্ড বন্ড পঞ্চম দফার বুকিং
Next article৭৫ হাজার ছাপিয়ে গেলো রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা