Friday, January 9, 2026

দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং

Date:

Share post:

দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং । বিশেষ করে উত্তরবঙ্গ গামী যে সমস্ত বাস চলাচল করছে সেগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে এই থারমাল চেকিং। সংক্রমণ ঠেকাতে এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসে যাত্রীদের ওঠার আগে তাই থার্মাল স্ক্রিনিং করা হবে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে দুর্গাপুরের এক ব্যক্তি বাসে সফর করেন। তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন। ওই যাত্রীই অভিযোগ তোলেন, তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে কলকাতা থেকে ফিরেছেন। কিন্তু তাঁর কোনরকম চেকিং হয়নি। অতিমারির  সময় বাস কতটা সুরক্ষিত যাত্রীদের জন্য এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি । যদিও রিপোর্ট পজিটিভ হবার পরেও তিনি কেন বাসে যাতায়াত করেছেন সে নিয়েও উঠেছে প্রশ্ন । কিন্তু সাধারণ যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এবার থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে।

এই প্রসঙ্গে পরিবহণ নিগম জানিয়েছে, প্রায় ৩৫০০ বাস চলে। তাই প্রতি বাস পিছু থার্মাল স্ক্যানার বা গান দেওয়া সম্ভব নয়। তবে যতটা সম্ভব তারা চেষ্টা করেন। এরকমই পরিস্থিতিতে কলকাতা থেকে ছেড়ে যাওয়া দুরপাল্লার বাসে যাত্রীদের থার্মাল গান দিয়ে চেকিং শুরু করা হল। ইতিমধ্যেই এসপ্ল্যানেড ডিপোতে কর্মরত যারা তাঁদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া  হচ্ছে। বাস ছাড়ার ৩০ মিনিট আগে যাত্রীদের বাসে তোলা হচ্ছে। তার আগে বাস পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরা স্ক্যান করছেন।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...