রাম মন্দিরের পুজোর প্রসাদ তৈরির কাজ চলছে জোর কদমে। ভূমি পুজোর প্রসাদ বিতরণ করা হবে। এই কারণে অযোধ্যার বিভিন্ন মঠ এবং আখড়ায় দেশি ঘিয়ের লাড্ডু বানানো হচ্ছে। লাড্ডু স্টিলের টিফিন বাটিতে ভরে অতিথি আর ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। হংস দেবরহা বাবার ভক্তরা এই কাজ করছে। ১ লক্ষ ১১ হাজার টিফিন বাটিতে চারটি করে লাড্ডু ভরা হবে। যার এক একটির ওজন ২৫০ গ্রাম। এই আখড়া, মঠ ও লাড্ডু তৈরি এই করোনা মহামারির মাঝে কতখানি নিয়ম মেনে করা হচ্ছে, সে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও হংসবাবার দাবি, নিয়ম মেনেই এই কাজ করা হচ্ছে। কিন্তু বিতর্ক বাড়ছে।
