দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং

দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং । বিশেষ করে উত্তরবঙ্গ গামী যে সমস্ত বাস চলাচল করছে সেগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে এই থারমাল চেকিং। সংক্রমণ ঠেকাতে এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসে যাত্রীদের ওঠার আগে তাই থার্মাল স্ক্রিনিং করা হবে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে দুর্গাপুরের এক ব্যক্তি বাসে সফর করেন। তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন। ওই যাত্রীই অভিযোগ তোলেন, তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে কলকাতা থেকে ফিরেছেন। কিন্তু তাঁর কোনরকম চেকিং হয়নি। অতিমারির  সময় বাস কতটা সুরক্ষিত যাত্রীদের জন্য এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি । যদিও রিপোর্ট পজিটিভ হবার পরেও তিনি কেন বাসে যাতায়াত করেছেন সে নিয়েও উঠেছে প্রশ্ন । কিন্তু সাধারণ যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এবার থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে।

এই প্রসঙ্গে পরিবহণ নিগম জানিয়েছে, প্রায় ৩৫০০ বাস চলে। তাই প্রতি বাস পিছু থার্মাল স্ক্যানার বা গান দেওয়া সম্ভব নয়। তবে যতটা সম্ভব তারা চেষ্টা করেন। এরকমই পরিস্থিতিতে কলকাতা থেকে ছেড়ে যাওয়া দুরপাল্লার বাসে যাত্রীদের থার্মাল গান দিয়ে চেকিং শুরু করা হল। ইতিমধ্যেই এসপ্ল্যানেড ডিপোতে কর্মরত যারা তাঁদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া  হচ্ছে। বাস ছাড়ার ৩০ মিনিট আগে যাত্রীদের বাসে তোলা হচ্ছে। তার আগে বাস পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরা স্ক্যান করছেন।

Previous articleভাইরাস মুক্ত অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর পরিবার
Next articleশিলান্যাসের প্রসাদ : স্টিলের টিফিন বাটিতে ২৫০ গ্রামের চারটি লাড্ডু