সোমবার থেকে আংশিকভাবে খুলে যাচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ। উচ্চশিক্ষা দফতর, কলেজ পরিচালন সমিতি ও কলেজ কর্তৃপক্ষের আলোচনার পর কলেজ খোলার নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। এই সময়সীমার মধ্যেই কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীকে কলেজে প্রবেশ ও প্রস্থান করতে হবে। ২টোর পর কলেজের স্থায়ী নিরাপত্তাকর্মী গোটা কলেজ চেক করে মেইন গেটে চাবি দিয়ে বন্ধ করবেন।

নোটিশে আরও জানানো হয়েছে, পঞ্চম বর্ষের প্রথম সেমেস্টারের যেসব ছাত্রছাত্রীরা এখনও ফর্ম পূরণ করেননি, তাঁরা সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। কলেজের চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের ছাত্রছাত্রীরা কবে তাঁদের ইন্টারন্যাল প্রোজেক্ট পেপার জমা দেবেন, তাও বলা হয়েছে নোটিশে। ছাত্রছাত্রীদের প্রত্যেককে আইডি কার্ড দেখিয়ে কলেজে ঢুকতে হবে।

আরও পড়ুন – আমি বাংলায় বলছি: চালতাবাগানের থিমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদ

_

_

_

_

_

_

_
_
_
_
_
_


