এক নবজাতকের পেটের ভিতরে গঠিত হচ্ছিল তারই যমজ ভ্রূণ! অবিশ্বাস্য মনে হলেও বাস্তব এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যে। বিরল চিকিৎসা পরিস্থিতির সাক্ষী থাকলেন সেখানকার চিকিৎসকরা, যেখানে একটি কন্যা শিশুর পেটে অস্তিত্ব পাওয়া গেল একটি অপরিণত যমজের। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিরল অবস্থাকে বলা হয় ‘ফিটাস ইন ফিটু’ (Fetus-in-Fetu)। বিশ্বের প্রতি পাঁচ লক্ষটি জীবিত জন্মের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি বেসরকারি হাসপাতালে। জন্মের পর থেকেই শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল, এরপর চিকিৎসকেরা স্ক্যান করে দেখতে পান পেটের মধ্যে একটি আংশিক গঠিত ভ্রূণের অস্তিত্ব। সেটিতে স্পষ্ট হাত-পা ও মেরুদণ্ডের গঠন ছিল, ঠিক যেন একটি অপরিণত শিশু। অস্ত্রোপচারের মাধ্যমে সেই অপরিণত যমজ ভ্রূণটিকে সফলভাবে অপসারণ করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নবজাতক শিশুটি বর্তমানে স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, ‘ফিটাস ইন ফিটু’ একটি অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি, যেখানে গর্ভে থাকা যমজ ভ্রূণের একটি অপরটি শরীরের মধ্যে ঢুকে পড়ে ও বৃদ্ধি পেতে থাকে। অনেক ক্ষেত্রেই এটি বড় না হওয়া পর্যন্ত ধরা পড়ে না। এই অভূতপূর্ব ঘটনার পর চিকিৎসকমহল বলছে, “মানবদেহ এখনো এমন বহু বিস্ময়ের ভাণ্ডার, যা বিজ্ঞান ও যুক্তির সীমারেখাকেও অতিক্রম করে যায়।”

আরও পড়ুন – সোমবার ফের চালু হচ্ছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ

_

_

_

_

_

_
_
_
_
_
_

