Saturday, December 13, 2025

রাম মন্দিরের জন্য মানত, ২৮ বছর না খেয়ে ছিলেন এই বৃদ্ধা!

Date:

Share post:

 

বয়স প্রায় ৮৭।   শরীর নুয়ে পড়েছে। চোখে ক্ষীণ দৃষ্টি। কিন্তু জেদ এখনও প্রবল। আর তেমনই নিষ্ঠা। তাই রাম মন্দির দেখবেন বলে ২৮ বছর ধরে না খেয়ে আছেন এই বৃদ্ধা! জব্বলপুরের বিজয়নগরের উর্মিমালা চতুর্বেদী। কোনও তৈরি করা খাবার ছুঁয়ে দেখেননি এই ২৮বছর। শুধুই ফলমূল আর দুধ খেয়ে কাটিয়ে দিয়েছেন। কারণ? রামভক্তি।


শুনতে গল্প মনে হলেও এটাই সত্যি। ২৮ বছর আগে রামের নামেই শপথ নেন তিনি। যে যতদিন না রামমন্দির বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে ততদিন তিনি অন্ন গ্রহণ করবেন না। যেমন কথা তেমন কাজ। ভারতের রাজনীতিতে বারবার পালাবদল হয়েছে, রামমন্দির হবে কি হবে না তাই নিয়ে নানা দোলাচল তৈরি হয়েছে, অটল থেকেছেন ঊর্মিলা। আজ যখন এতকিছুর পরে শিলান্যাসের প্রস্তুতি চলছে, ঊর্মিলার ক্ষীণ দৃষ্টির চোখে যেন জয়ের জ্যোতি।

২৮ বছর আগে করসেবকরা অযোধ্যার বিতর্কিত কাঠামোটি যখন ভাঙেন, তা নিয়ে দেশে আগুন জ্বলে যায়। রামভক্ত ঊর্মিলা সবটাই তখন পড়েছিলেন খবরের কাগজে । রাম মন্দির নিয়ে দেশের উত্তাল অবস্থার খবর পড়ে তখনই তিনি সিদ্ধান্ত নেন যে, এর সমাধান না হওয়া পর্যন্ত অন্নগ্রহণ করবেন না। শুধু জীবত থাকতে দু’বেলা সামান্য ফলাহার আর দুধ খান। তাঁর এই সংকল্প পূরণে পুরোপুরি ভাবে সাহায্য করেছে পরিবার। তাঁরা কোনওদিন তাঁকে তাঁর সিদ্ধান্ত বদলানোর জন্য জোর করেননি। বরং তাঁর স্বাস্থ্যের খোঁজ রেখেছেন প্রতিনিয়ত।

আগামী ৫ অগাস্ট অযোধ্যার রামমন্দিরের শিলান্যাস। খুব ছোট পর্যায়ের অনুষ্ঠান করে এই শিলান্যাস হচ্ছে মহামারির আবহে। ঊর্মিলাদেবী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন কিন্তু পরিবারের তরফে তাঁকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে বলা হয়। আপাতত ভিডিও কনফারেন্সে গোটা অনুষ্ঠানটি যাতে তিনি দেখতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...