পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই, ইঙ্গিত সৌরভের

পুরুষদের আইপিএল সবে নিশ্চিত হয়েছে । মহামারির আবহে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছিল। এবার
মহিলাদের আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই। জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । পুরুষদের আইপিএল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর বা ১০ নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এবারের আইপিএলের আসর। বিসিসিআই প্রধান জানিয়েছেন, মহিলা আইপিএলও ওই সময় আয়োজন করা যেতে পারে।
রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেছেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে মহিলাদের আইপিএল নিয়ে কথা চলছে এবং জাতীয় দলের জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে।” যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি । তবে মহিলাদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ গত বারের মতো পুরুষদের আইপিএলের শেষ ধাপে হবে বলে বোর্ডের এক সূত্র জানিয়েছে। বলা হয়েছে, নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যেই সম্ভবত মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ হবে।

Previous articleহাসপাতাল থেকে ছুটি পেলেন সোনিয়া গান্ধী
Next articleরাম মন্দিরের জন্য মানত, ২৮ বছর না খেয়ে ছিলেন এই বৃদ্ধা!