রাজ্যবাসীকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন সকালে মুখ্যমন্ত্রী লেখেন, “কবিগুরু রবীন্দ্রনাথ রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। এ প্রসঙ্গে ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের উল্লেখ করে, তার প্রতিবাদে রবি ঠাকুরের রাখি বন্ধন উৎসবের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। এই দিনটা সমস্ত বাংলার মানুষের ভালো কাটুক এই শুভকামনা জানান মমতা।

সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা। লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন 'বাংলার মাটি, বাংলার জল'। এই শুভদিন ভাল কাটুক সকলের
— Mamata Banerjee (@MamataOfficial) August 3, 2020