ভূমিপুজোর দিন রামের উদ্দেশে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারপর ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে সেই লাড্ডু। জানা গিয়েছে, দেবরাহ হংস বাবা সংস্থান ইতিমধ্যে লাড্ডু তৈরির কাজ শুরু করে দিয়েছে। অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে জোরকদমে চলছে সেই লাড্ডু তৈরির কাজ।
মণি রাম দাস ছাউনির এক প্রস্তুতকারক লিটন দাস বলেন, গত কয়েকদিন ধরে ওই লাড্ডুগুলি বানানো হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে লাড্ডু তাও জানিয়েছেন তিনি ।
আর তা বিতরণের জন্য তৈরি করা হচ্ছে ব্যাগ। ওই ব্যাগে লাড্ডু ছাড়াও থাকবে অযোধ্যা এবং রাম মন্দির সম্পর্কিত বই ও একটি শাল। লাড্ডু দেওয়ার জন্য আলাদা ভাবে ১১ হাজার স্টিলের টিফিনবক্সও কেনা হয়েছে। প্রধানমন্ত্রীর পুজোর পর ওই ব্যাগগুলি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে তুলে দেওয়া হবে।
ভূমিপুজোর জন্য জোরকদমে তৈরি হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু, কিন্তু কীভাবে?
Date:
Share post:
