মাঝ আকাশে ফের উত্তেজনা, মুখোমুখি আমেরিকা ও রাশিয়ার যুদ্ধবিমান

ফের মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধবিমান। যার জেরে তৈরি হয়েছে উত্তেজনা। আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আকাশ সীমা পেরিয়ে দুটি মার্কিন বিমান রাশিয়া ঢোকার চেষ্টা করে। সেই সময় বাধা দেয় রাশিয়ার যুদ্ধবিমান। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। মার্কিন এয়ারফোর্সকে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত ৭ দিনে ৪ বার মার্কিন বিমান রাশিয়া ঢোকার চেষ্টা করে। যদিও এই অভিযোগ মানতে চায়নি আমেরিকা। তাদের পাল্টা অভিযোগ মার্কিন বিমানের দিকে ধেয়ে আসে রাশিয়ার বিমান।

আমেরিকার দু’টি গোয়েন্দা বিমানের একটি আরসি-১৩৫ মডেল, অন্যটি পি-৮ পজিডোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেডারে ধরা পড়ে রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করছে একটি মার্কিন গোয়েন্দা বিমান। ওই দুই বিমানকে বাধা দিতেই ছুটে যায় যুদ্ধবিমান। একটি সুখোই-২৭ যুদ্ধবিমানও পাঠানো হয়। এই কাজ আমেরিকা আবার করলে রাশিয়া তাদের ক্ষমতা দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক।

Previous article২০০৪-এর সুনামিতে ভেসে যেতাম! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কুম্বলের মুখে
Next articleরাজধর্ম পালন করুন প্রধানমন্ত্রী, কণাদ দাশগুপ্তর কলম