Wednesday, December 3, 2025

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভূমিপুজোয় থাকতে চান না উমা ভারতী

Date:

Share post:

রামমন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিজেপির প্রবীণ নেত্রী উমা ভারতী জানালেন, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ওঁকে সংক্রমণ থেকে রক্ষা করতে হবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উমা।

সোমবার টুইট করে বিজেপি নেত্রী জানান, অযোধ্যায় ঐতিহাসিক রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে আগাম সতর্কতা হিসাবেই তিনি বুধবার অযোধ্যায় আয়োজিত মূল অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন। তবে ভিড়ভাট্টা কমলে এবং প্রধানমন্ত্রী মোদি সহ বিশিষ্টরা চলে যাওয়ার পর তিনি মন্দির এলাকা পরিদর্শন করবেন। সোমবার সকালের টুইটে উমা ভারতী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবরে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে চলা বিশিষ্টদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। উমা লেখেন, আমি যখন অমিত শাহ এবং অন্যান্য বেশ কয়েকজন বিজেপি নেতার করোনা পজিটিভ ধরা পড়ার খবর শুনি তখনই ঠিক করি অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে থাকব না। অনুষ্ঠান চলাকালীন সরযূ নদীর অন্য দিকে থাকব। পরে ফাঁকা হলে মন্দিরে ঘুরে অাসব।

 

spot_img

Related articles

হিসাবে কমছে দেশের বেকরত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...