Thursday, November 13, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তীর। নানা দিক থেকে অভিযোগের আঙুল উঠতে শুরু করে তাঁর প্রেমিকা রিয়ার দিকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। সুশান্তের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর উপর মানসিক নির্যাতন, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নানা অভিযোগে রিয়া। এইসব অভিযোগ সামনে আসার পরে সুশান্তের ফ্যান-ফলোয়ার্সদের অত্যন্ত ক্ষোভ গিয়ে পড়ে রিয়ার উপর। আর রিয়াকে আক্রমণ করতে গিয়ে কেউ কেউ সমগ্র বাঙালি সমাজের মহিলাকেই অপমান করেছেন। আর এর প্রতিবাদ জানিয়েছেন টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।

একজন কটাক্ষ করে লিখেছিলেন, রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে তুলেছেন। তার উত্তরে নুসরাত লেখেন, “তুমি যদি হঠাৎ পৃথিবীতে অবতীর্ণ হও, তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সবসময়ই বিখ্যাত গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনেন। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম যাও।”

আরেকজন লিখেছেন-বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে। এর উত্তরে নুসরত লিখেন-“আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি বোধহয় এখনো মাছ-মশলা-মিষ্টি চোখে দেখেননি না?”
বাঙালি মেয়েদেরকে আক্রমণের জবাব দিয়ে একজন লিখেছেন-“আমিও বাঙালি তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।” এই কথার ও জবাব দিয়েছেন নুসরত। তিনি বলেন, “কাউকে সমর্থন করে কথা বলছি না কেউ যদি দোষী হয় তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে‌। আশা রাখি খুব শিগগিরই আসল ঘটনাটা সকলের সামনে চলে আসবে। তবে একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেব না!”এরপর তিনি একজন গর্বিত বাঙালি হিসেবে হ্যাশট্যাগ ইউজ করেন। নুসরতের এই পোস্টে এখন ভাইরাল।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version