Monday, August 25, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তীর। নানা দিক থেকে অভিযোগের আঙুল উঠতে শুরু করে তাঁর প্রেমিকা রিয়ার দিকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। সুশান্তের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর উপর মানসিক নির্যাতন, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নানা অভিযোগে রিয়া। এইসব অভিযোগ সামনে আসার পরে সুশান্তের ফ্যান-ফলোয়ার্সদের অত্যন্ত ক্ষোভ গিয়ে পড়ে রিয়ার উপর। আর রিয়াকে আক্রমণ করতে গিয়ে কেউ কেউ সমগ্র বাঙালি সমাজের মহিলাকেই অপমান করেছেন। আর এর প্রতিবাদ জানিয়েছেন টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।

একজন কটাক্ষ করে লিখেছিলেন, রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে তুলেছেন। তার উত্তরে নুসরাত লেখেন, “তুমি যদি হঠাৎ পৃথিবীতে অবতীর্ণ হও, তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সবসময়ই বিখ্যাত গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনেন। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম যাও।”

আরেকজন লিখেছেন-বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে। এর উত্তরে নুসরত লিখেন-“আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি বোধহয় এখনো মাছ-মশলা-মিষ্টি চোখে দেখেননি না?”
বাঙালি মেয়েদেরকে আক্রমণের জবাব দিয়ে একজন লিখেছেন-“আমিও বাঙালি তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।” এই কথার ও জবাব দিয়েছেন নুসরত। তিনি বলেন, “কাউকে সমর্থন করে কথা বলছি না কেউ যদি দোষী হয় তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে‌। আশা রাখি খুব শিগগিরই আসল ঘটনাটা সকলের সামনে চলে আসবে। তবে একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেব না!”এরপর তিনি একজন গর্বিত বাঙালি হিসেবে হ্যাশট্যাগ ইউজ করেন। নুসরতের এই পোস্টে এখন ভাইরাল।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version