Saturday, May 3, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তীর। নানা দিক থেকে অভিযোগের আঙুল উঠতে শুরু করে তাঁর প্রেমিকা রিয়ার দিকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। সুশান্তের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর উপর মানসিক নির্যাতন, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নানা অভিযোগে রিয়া। এইসব অভিযোগ সামনে আসার পরে সুশান্তের ফ্যান-ফলোয়ার্সদের অত্যন্ত ক্ষোভ গিয়ে পড়ে রিয়ার উপর। আর রিয়াকে আক্রমণ করতে গিয়ে কেউ কেউ সমগ্র বাঙালি সমাজের মহিলাকেই অপমান করেছেন। আর এর প্রতিবাদ জানিয়েছেন টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।

একজন কটাক্ষ করে লিখেছিলেন, রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে তুলেছেন। তার উত্তরে নুসরাত লেখেন, “তুমি যদি হঠাৎ পৃথিবীতে অবতীর্ণ হও, তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সবসময়ই বিখ্যাত গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনেন। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম যাও।”

আরেকজন লিখেছেন-বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে। এর উত্তরে নুসরত লিখেন-“আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি বোধহয় এখনো মাছ-মশলা-মিষ্টি চোখে দেখেননি না?”
বাঙালি মেয়েদেরকে আক্রমণের জবাব দিয়ে একজন লিখেছেন-“আমিও বাঙালি তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।” এই কথার ও জবাব দিয়েছেন নুসরত। তিনি বলেন, “কাউকে সমর্থন করে কথা বলছি না কেউ যদি দোষী হয় তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে‌। আশা রাখি খুব শিগগিরই আসল ঘটনাটা সকলের সামনে চলে আসবে। তবে একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেব না!”এরপর তিনি একজন গর্বিত বাঙালি হিসেবে হ্যাশট্যাগ ইউজ করেন। নুসরতের এই পোস্টে এখন ভাইরাল।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version