Tuesday, November 11, 2025

বয়স ৬০ হলেই ক্রিকেটে ব্রাত্য! বিসিসিআই-এর নয়া ফরমানে হতবাক অরুণ লাল

Date:

সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জারি করেছে নির্দেশিকা। যাতে বলা হয়েছে যে ৬০ বছরের বেশি বয়সি, যাঁরা ডায়াবিটিস, ফুসফুসের সমস্যা ও দুর্বল প্রতিরোধ ক্ষমতার সঙ্গে লড়াই করছেন, তাঁরা কোনও শিবিরে যুক্ত থাকতে পারবেন না। কারণ, তাঁদের শরীরে সংক্রমণ সহজেই ছড়াতে পারে। এই নির্দেশিকা বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে এসেছে বাংলা ক্রিকেটকে। কারণ, গত বার বাংলার রঞ্জি ফাইনালে ওঠার নেপথ্য কারিগর, ‘গুরু’ অরুণই এর ফলে অনিশ্চিত হয়ে পড়লেন।
অধিনায়ক অভিমন্যু জানতেনই না এই নির্দেশিকার ব্যাপারে। এই খবর জানার পর অবাক তিনিও। তিনি বললেন, “দেখি, সিএবি এটা নিয়ে কী পদক্ষেপ নেয়। তবে কোচ হিসেবে অরুণ লালের অবদান খুব গুরুত্বপূর্ণ।”
বাংলার নির্বাচক শুভময় দাস বলছেন, “বাংলা দলে অরুণ লালের ভূমিকা নিছক কোচে সীমাবদ্ধ নয়। তাঁর জায়গাটা একটা মেন্টরের, একটা মোটিভেটরের, এক জন ফাইটারের। ওঁর অভিজ্ঞতা বিশাল। ক্রিকেটার জীবনে বাংলাকে কত ম্যাচে জিতিয়েছেন। তার পরও যুক্ত থেকেছেন ক্রিকেটের সঙ্গে। উনি দলের মধ্যে লড়াইয়ের যে আবহ তৈরি করেছেন, জুনিয়রদের যে ভাবে গুরুত্ব দিয়েছেন, তা অনস্বীকার্য। এই দলটা অরুণ লাল ছাড়া কেমন করবে, ভাবতেই পারছি না। উনি নিজেও ভালবাসেন দলটাকে। উনি নিশ্চিত ভাবে চাইবেন দলের সঙ্গে থাকতে। বাংলা দলে এখন অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। এই সময় তাঁকে প্রয়োজন।”
স্বয়ং অরুণ বলেছেন, “আমি খুব হতাশ। আমার ফিটনেস নিয়ে তো কোনও সমস্যা নেই। এই নির্দেশিকার কথা জেনে আমি রীতিমতো অবাক। যাঁর বয়স ৫৯, সে কোচিং করাতে পারে, তাঁর করোনা হতে পারে না? আমার বয়স ষাটের বেশি বলে ফিট থাকলেও থাকতে পারব না?” সিএবির সঙ্গে প্রয়োজনে এই ব্যাপারে কথা বলব। তবে বোর্ডের সঙ্গে যোগাযোগের কোনও ইচ্ছা নেই।
ক্রিকেটে বয়স নয়, আসল হল পারফরম্যান্স। এ ক্ষেত্রে সেটাই হয়ে দাঁড়াচ্ছে ফিটনেস। এই বিষয়ে বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন , “যে সার্কুলার পাঠানো হয়েছে, তাতে প্রচুর যদি-কিন্তু রয়েছে। ১০০ পাতার নির্দেশিকা, যার সব মেনে চলা কঠিন। এমনকি কতটা মানা সম্ভব, তা নিয়েই আমার সন্দেহ আছে। আর বয়স নয়, কে কতটা সুস্থ, সেটা দেখা দরকার। ৪০ বছরের কেউ তো অসুস্থ থাকতে পারেন। আবার ষাটের বেশি বয়সিরাও ফিট থাকতে পারেন। তাই সুস্থতা দেখতে হবে, কর্মক্ষমতা দেখতে হবে। তা সে কোচ, অফিসিয়াল বা সাপোর্ট স্টাফ, যেই হোন না কেন। তার জিজ্ঞাসা, বয়স ষাটের বেশি, শুধু এটাই কেন দেখা হবে?

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version