Big Breaking: সুশান্ত কাণ্ডে কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন মঞ্জুর করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং সিবিআই তদন্তের আর্জি জানান। ইতিমধ্যেই বিহার সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার সুশান্তের বাবার আবেদনে স্বীকৃতি দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিং জানান, সুশান্ত সিং রাজপুতের বাবা চেয়েছিলেন এই মৃত্যুর তদন্ত করুক সিবিআই। সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, শনিবারই নীতিশ কুমার জানান কৃষ্ণ কুমার সিং সিবিআই তদন্ত করাতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ পাঠাবে বিহার সরকার।

Previous articleকিংবদন্তির ৯১তম জন্মদিন: শ্রদ্ধায়-সম্মানে ফিরে দেখা অজানা কিশোরকে
Next articleউপযুক্ত পরিবেশ ও খাদ্য ছাড়াই মাটিতে বাঁচতে পারে জীবাণু, দাবি বিজ্ঞানীদের