৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির আগে অশান্তির আশঙ্কায় কার্ফু জারি হল কাশ্মীরে

বর্ষপূর্তিতে বিশেষ সতর্কতা। গত বছর ৫ অগাস্ট নতুন ইতিহাস তৈরি হয়েছিল ভারতে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের উদ্দেশ্যে সংবিধানের ৩৭০ ধারা রদ করেছিল কেন্দ্র। তৈরি হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ। এই ৩৭০ ধারা রদ নিয়ে পক্ষে বিপক্ষে উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। এক বছর পর ফের সেই দিনটি আসতেই নিরাপত্তায় মুড়ে ফেলা হল কাশ্মীর উপত্যকা। জারি করা হল কার্ফু। আজ মঙ্গলবার ৪ অগাস্ট ও বুধবার ৫ অগাস্ট কার্ফু জারি থাকবে কাশ্মীরে। শ্রীনগরের জেলাশাসক বলেছেন, আমাদের কাছে খবর আছে যে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু গোষ্ঠী ৫ আগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় তারা অশান্তি ও দাঙ্গা বাধানোর চেষ্টা করতে পারে। বড় নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক খতিয়ে দেখেই কার্ফু জারি করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleসাত সকালে ভূমিকম্পে, কাঁপল উত্তর পূর্ব ভারত