বর্তমান মুখ্যমন্ত্রীর পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী! কর্নাটকে করোনা আক্রান্ত সিদ্দারামাইয়া

কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার করোনা সংক্রমণের খবর আসার ২৪ ঘণ্টার মধ্যে জানা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও কোভিড পজিটিভ। দুই হেভিওয়েট রাজনীতিকের করোনা সংক্রমণের খবরে স্বভাবতই উদ্বেগে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক টুইটে নিজের করোনা সংক্রমণের খবর জানিয়ে তাঁর সংস্পর্শে আসা সকলকে কোভিড টেস্টের পরামর্শ দিয়েছেন। ডাক্তারদের নির্দেশে প্রবীণ এই কংগ্রেস নেতা ভরতি হয়েছেন হাসপাতালে।