উপযুক্ত পরিবেশ ও খাদ্য ছাড়াই মাটিতে বাঁচতে পারে জীবাণু, দাবি বিজ্ঞানীদের

কোটি কোটি বছর ধরে বেঁচে থাকতে পারে জীবাণু। তার জন্য খাবারের প্রয়োজন নেই। মাটির তলাতেই দিব্যি বেঁচে থাকতে পারে তারা। সম্প্রতি ন্যাটার কমিউনিশনস শীর্ষক জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা এই গবেষণা করতে প্রায় ১ কোটি ৩০ লক্ষ বছর থেকে ১০ কোটি ২০ লক্ষ বছরের পলি বিশ্লেষণ করেছেন।

গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন পলির মধ্যে থাকা প্রায় সব জীবাণুই সুপ্ত অবস্থায় রয়েছে। উপযুক্ত পরিবেশ পেয়ে তারা আবার জেগে উঠেছে। এই গবেষণার জন্য প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জাপান এজেন্সি ফর আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অণুজীববিজ্ঞানী ইউকি মরোনোর নেতৃত্বে কাজ করেন গবেষকরা। ২০১০ সাল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেন তাঁরা। গবেষকরা দেখিয়েছেন, উপযুক্ত পরিবেশ ও খাদ্য ছাড়াও সাগরের পলির মধ্যে জীবাণু বেঁচে থাকতে পারে।