Saturday, August 23, 2025

কেমন দেখতে হবে প্রস্তাবিত রাম মন্দির !

Date:

Share post:

🔴 বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ||

🔴 ৫ আগস্ট, বুধবার এই মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔴 রামমন্দির ট্রাস্ট ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ হবে৷

🔴 ভূমিপুজো শেষ হওয়ামাত্রই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে।

🔴 ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে রামমন্দির ট্রাস্ট।

🔴 মন্দিরের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে।

🔴 সাড়ে ৩ বছরে মন্দিরের কাজ শেষ করা হবে৷

🔴 পরিকল্পনা এইরকম:

◾ভূমিপুজো- ৫ আগস্ট, ২০২০

◾নির্মাণ কাজ শুরু- ৬ আগস্ট, ২০২০

◾কাজ শেষ হবে – ৩১ জানুয়ারি, ২০২৪

🔴 মন্দির নির্মাণের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করতে দরকার একদল
বিশেষ ধরনের দক্ষ কারিগর, যাদের এ ধরনের মন্দির নির্মাণের অভিজ্ঞতা আছে৷

🔴 এ জন্য গুজরাত ও রাজস্থান থেকে ২৫০ কারিগর নিয়ে আসা হয়েছে৷ তাঁদের হাতেই তৈরি হবে মন্দির ৷

🔴 আকাশ ছুঁয়ে ফেলবে এই মন্দির। রাজস্থান থেকে আনা হয়েছে ১ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর৷

🔴 তার গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব কারুকাজে রামায়নের গল্প।

🔴 মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার পারিবারিক সংস্থা৷

🔴 মন্দিরের নকশা তৈরি করেছে এরাই।

🔴 মন্দির নির্মাণের দায়িত্বও এই সোমপুরাদের সংস্থার হাতেই দেওয়া হয়েছে।

🔴 আরও ২ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে ৷

🔴 মন্দির তৈরির কাজ অবশ্য সেই ১৯৯০ থেকেই চলছে ৷ কয়েকশো শিল্পী এতগুলি বছর ধরে নীরবে, নিভৃতে মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন৷

🔴 রামমন্দির ট্রাস্টের, দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে আগেই।

🔴 কাঠামো তৈরি হয়ে গেলে সেই সব তৈরি পাথর নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে।

🔴 নকশার থেকেও বড় হচ্ছে মন্দির৷ লম্বা,চওড়া, উচ্চতা, সব বাড়ছে।

🔴 ১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷

🔴 মূল মন্দির দোতলা হওয়ার কথা ছিলো৷ এখন সেই নকশায় বদল ঘটিয়ে তিনতলা হবে৷

🔴 একতলার ফ্লোর নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ।

🔴 পাথরের কাজও ৬০ শতাংশ হয়ে গিয়েছে।

🔴 মূল কাঠামো দাঁড়িয়ে গেলে, এই সব কারুকার্যখচিত পাথর নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে।

🔴 নির্মাণকারী সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷

🔴 শোনা যাচ্ছে, ২০২৪ সালের হোলির দিন মন্দির খুলে দেওয়া হবে৷

spot_img

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...