মাস্ক না পরেই অযোধ্যার মন্দিরে চলছে স্যানিটাইজেশন

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পুজো ।
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে রীতিমত সাজোসাজো রব পড়ে গিয়েছে। রাম মন্দিরের ভূমি পুজোর আগের দিন অযোধ্যার মন্দিরে চলছে স্যানিটাইজেশনের কাজ। বিভিন্ন জায়গা থেকে লোকের জমায়েত, মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে বারবার মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। অথচ বাস্তবে দেখা গিয়েছে, রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতিতে যারা আছেন, তাদের মধ্যে অনেকেই মাস্ক ব্যাবহার করছেন না। কী বলবেন এই পরিস্থিতিকে।

Previous articleপ্রয়াত বিস্কফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল
Next articleকেমন দেখতে হবে প্রস্তাবিত রাম মন্দির !