কেমন দেখতে হবে প্রস্তাবিত রাম মন্দির !

🔴 বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ||

🔴 ৫ আগস্ট, বুধবার এই মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔴 রামমন্দির ট্রাস্ট ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ হবে৷

🔴 ভূমিপুজো শেষ হওয়ামাত্রই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে।

🔴 ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে রামমন্দির ট্রাস্ট।

🔴 মন্দিরের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে।

🔴 সাড়ে ৩ বছরে মন্দিরের কাজ শেষ করা হবে৷

🔴 পরিকল্পনা এইরকম:

◾ভূমিপুজো- ৫ আগস্ট, ২০২০

◾নির্মাণ কাজ শুরু- ৬ আগস্ট, ২০২০

◾কাজ শেষ হবে – ৩১ জানুয়ারি, ২০২৪

🔴 মন্দির নির্মাণের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করতে দরকার একদল
বিশেষ ধরনের দক্ষ কারিগর, যাদের এ ধরনের মন্দির নির্মাণের অভিজ্ঞতা আছে৷

🔴 এ জন্য গুজরাত ও রাজস্থান থেকে ২৫০ কারিগর নিয়ে আসা হয়েছে৷ তাঁদের হাতেই তৈরি হবে মন্দির ৷

🔴 আকাশ ছুঁয়ে ফেলবে এই মন্দির। রাজস্থান থেকে আনা হয়েছে ১ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর৷

🔴 তার গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব কারুকাজে রামায়নের গল্প।

🔴 মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার পারিবারিক সংস্থা৷

🔴 মন্দিরের নকশা তৈরি করেছে এরাই।

🔴 মন্দির নির্মাণের দায়িত্বও এই সোমপুরাদের সংস্থার হাতেই দেওয়া হয়েছে।

🔴 আরও ২ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে ৷

🔴 মন্দির তৈরির কাজ অবশ্য সেই ১৯৯০ থেকেই চলছে ৷ কয়েকশো শিল্পী এতগুলি বছর ধরে নীরবে, নিভৃতে মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন৷

🔴 রামমন্দির ট্রাস্টের, দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে আগেই।

🔴 কাঠামো তৈরি হয়ে গেলে সেই সব তৈরি পাথর নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে।

🔴 নকশার থেকেও বড় হচ্ছে মন্দির৷ লম্বা,চওড়া, উচ্চতা, সব বাড়ছে।

🔴 ১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷

🔴 মূল মন্দির দোতলা হওয়ার কথা ছিলো৷ এখন সেই নকশায় বদল ঘটিয়ে তিনতলা হবে৷

🔴 একতলার ফ্লোর নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ।

🔴 পাথরের কাজও ৬০ শতাংশ হয়ে গিয়েছে।

🔴 মূল কাঠামো দাঁড়িয়ে গেলে, এই সব কারুকার্যখচিত পাথর নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে।

🔴 নির্মাণকারী সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷

🔴 শোনা যাচ্ছে, ২০২৪ সালের হোলির দিন মন্দির খুলে দেওয়া হবে৷

Previous articleমাস্ক না পরেই অযোধ্যার মন্দিরে চলছে স্যানিটাইজেশন
Next articleনিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রামের ছবি প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল