ভিন দেশ থেকে সিঙ্গাপুরে গিয়ে কোয়ারেন্টাইন না মানার অভিযোগ আসছিল কয়েকদিন ধরে। তাই এবার কড়া অবস্থান নিল সিঙ্গাপুর সরকার। ভিনদেশ থেকে কেউ সিঙ্গাপুরে গিয়ে কোয়ারেন্টাইন মানছে কি না তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের একটি ইলেকট্রনিক ডিভাইস পরতে দেবে সরকার।

সংবাদসংস্থা সূত্রে খবর, ১১ অগাস্ট থেকে সিঙ্গাপুরে যারা প্রবেশ করবেন তাঁদের ওই ইলেকট্রনিক ডিভাইস দেওয়া হবে। কোয়ারেন্টাইনে থাকাকালীন মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে ওই ডিভাইসের মাধ্যমে। ভিন দেশ থেকে প্রবেশ করলে দুভাবে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। বাড়িতে কোয়ারেন্টাইন থাকা যাবে। আবার থাকা যাবে সরকারের কোয়ারেন্টাইন হোমে।

ইলেকট্রনিক ডিভাইস জিপিএস এবং ব্লুটুথ সিগনালের মাধ্যমে কাজ করে। ব্যবহারকারীদের বিভিন্ন নোটিফিকেশন পাঠানো হবে। ওই নোটিফিকেশনের উত্তর দিতে হবে ব্যবহারকারীকে। কোয়ারেন্টাইন হোম বা বাড়ি থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বেরোনোর চেষ্টা করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগে সতর্কবার্তা চলে যাবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারোর ব্যক্তিগত তথ্য ওই ডিভাইস সংগ্রহ করবে না। এতে কণ্ঠ ভিডিও রেকর্ডিংয়ের অপশনও থাকবে না।
