Wednesday, November 12, 2025

করোনা আক্রান্ত হয়ে এখন সুস্থ, এমন ১৫০ পুলিশই প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায়

Date:

অযোধ্যায় মেক শিফট হেলিপ্যাডে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টার নামামাত্রই প্রধানমন্ত্রীকে পুলিশের একটি বিশেষ দল বলয় করে ঘিরে রাখবে৷ এই দলে তাঁদেরই রাখা হয়েছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং এখন সুস্থ আছেন ৷

কেন এই সিদ্ধান্ত ?

উত্তরপ্রদেশের ডিএসপি দীপক কুমার বলেছেন, “প্রধানমন্ত্রী সুরক্ষায় সুস্থ নিরাপত্তারক্ষীদেরই মোতায়েন করা হয়৷ এই মুহূর্তের কোভিড থেকে সেরে উঠেছেন, এমন ব্যক্তির চেয়ে স্বাস্থ্যবান আর কেউ নেই৷ তাই বাছাই করে ১৫০ জন অভিজ্ঞ পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷”

মোটামুটি ৩ ঘণ্টা মোদি অযোধ্যায় থাকবেন৷ পুলিশের ১৫০ জনের ওই বিশেষ দল মোদির নিরাপত্তার দায়িত্বে থাকছে৷ এঁদের প্রত্যেকেরই শারীরিক পরীক্ষা হয়েছে৷ করোনা থেকে এঁরা সেরে উঠেছেন৷ ফলে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে৷ সংক্রমণ ছড়ানোর ভয় নেই আগামী কয়েক মাস৷ করোনা-মুক্ত নিরাপত্তরক্ষীরা প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায় থাকবেন৷ অযোধ্যা পুলিশের তরফে গত ২৯ জুলাই উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিলো, ১৫০ জন এমন পুলিশ দিতে, যাঁদের ২৫ জুলাইয়ের মধ্যে করোনা সেরে গিয়েছে৷ ডিজিপি জানিয়েছেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে থাকা প্রতিটি নিরাপত্তরক্ষী যেন হয় করোনা-মুক্ত হয়েছেন, বা গত ৪৮ ঘণ্টায় করোনা তাঁদের শরীরে নেগেটিভ থাকে৷ প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য ১৫০ পুলিশকর্মী যথেষ্ট নয়৷ তাই আরও ৪০০ সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে৷ এঁদের প্রত্যেকেরই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে৷ প্রয়োজন হলে এরা নামবে৷ “

Related articles

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১২ নভেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম        ১০ গ্রাম পাকা সোনার বাট  ১২৪২৫ ₹ ১২৪২৫০ ₹ খুচরো...

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...
Exit mobile version