রাম মন্দির চত্বরে ভাষণ প্রধানমন্ত্রীর

রামের মূর্তি উপহার প্রধানমন্ত্রীকে, উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর

রামের জয়ধ্বনি আজ সারাবিশ্বের শোনা যাচ্ছে

শুধু ভারতবাসী নয়, প্রবাসীরাও এই ধ্বনি শুনতে পাচ্ছেন

“আমি কৃতজ্ঞ যে আমায় এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হল”

আজ পুরো ভারত রামময়

সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল

“এমন মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি ধন্য”

রাম জন্মভূমি আজ মুক্ত হল

“রাম জন্মভূমিতে এই আন্দোলনে যাঁরা লড়াই করেছেন, সমগ্র ভারতবাসীর তরফ থেকে আমি তাঁদের প্রণাম জানাই”

গ্রাম আমাদের মনে হয় স্থায়ী বসবাস করেন

রামের সব কাজ সমাধা করেন হনুমানজি

কলিযুগের এই কাজ সম্পন্ন করবেন হনুমানজি

স্বাধীনতা সংগ্রামে সারা ভারতের মানুষ অংশ নিয়েছিলেন

এই আন্দোলনেও সারা ভারতের বহু মানুষ লড়াই করেছেন

অযোধ্যায় রাম মন্দির তৈরি হলে, এই অঞ্চলের চেহারাই বদলে যাবে

সবদিক দিয়েই এলাকার উন্নয়ন হবে

এই মন্দির স্থাপন হলে, অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র স্থাপন হবে

রাম মন্দির আমাদের সংস্কৃতির একটি প্রতীক হবে

অতিমারি পরিস্থিতির জন্য বিশেষভাবে এদিনের অনুষ্ঠান করতে হচ্ছে

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পরিকল্পনা করা হয়

নির্বিঘ্নে অনুষ্ঠান করার বিষয়ে সারাদেশের সমস্ত পরিকল্পনা নেওয়া

সারা ভারতে বিভিন্ন ভাষায় রামায়ণ লেখা হয়েছে

রাম ভারতের বৈচিত্র্যের মধ্যে একতার একটি সূত্র

ভারতের বাইরে বিভিন্ন দেশে তাদের ভাষায় রামায়ণ রচিত হয়েছে

সারা বিশ্বে বিভিন্ন রূপে রাম বিরাজমান

রাম মন্দির নির্মাণে সারা দেশের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি নিয়ে আসা হয়েছে

সারাদেশে বিভিন্ন নদীর জল ব্যবহার হচ্ছে এই মন্দির স্থাপনে

শ্রীরামের বার্তা কিভাবে সারাবিশ্বে পৌঁছে দেওয়া যায় এটাই আমাদের চেষ্টা

অযোধ্যা রামের নিজের জন্মভূমি

রামের নীতি, তাঁর চরিত্রই গান্ধীজির রামরাজ্যে ভিত্তি

রাম পরিবর্তনের পক্ষে, আধুনিকতার পক্ষে

রামের নীতি-আদর্শকে মেনেই ভারত আজ এগিয়ে চলেছে

ভ্রাতৃত্ব এবং মানবতার আদর্শেই রাম মন্দিরের গঠন করতে হবে

সবকে সাথ, সবকা বিশওয়াস, সবকে বিকাশ

রামের আদর্শ মেনে বর্তমান পরিস্থিতিতে সব বিধি মেনে চলতে হবে

সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে

শ্রী রাম এবং জানকি দেবীর আশীর্বাদে এই সংকট কাটিয়ে ওঠা যাবে

Previous articleঅযোধ্যায় ভূমিপুজোয় স্থাপন হলো “জয় শ্রীরাম” খোদাই করা ৯টি বিশেষ ইট
Next articleইংল্যান্ড-পাক টেস্ট সিরিজে গতির মহাকরণ দেখতে মুখিয়ে গোটা বিশ্ব