Thursday, November 6, 2025

প্রাক্তন বামমন্ত্রীর দু’টি পোস্ট দেখে হেসেই কুপোকাত রাজনৈতিক মহল

Date:

Share post:

সিপিএম নেতার এই হাল দেখে গোটা চিড়িয়াখানাই হেসে কুটোপাটি হবে৷

যে সে নেতা ইনি নন, দলের সুসময়ের প্রোডাক্ট৷ এক আনাও বিপ্লব করতে হয়নি, অথচ মন্ত্রীও হয়েছেন৷ যখন এই বাংলা সিপিএমের দখলে ছিলো, যখন সব ধরনের নিপীড়ন কাজে লাগিয়ে ‘আমরা ২৩৫’ ছিলো দলের ট্যাগ লাইন, তখন ইনি সিপিএমের “অবিসংবাদী” নেতা ও মন্ত্রী৷ চিবিয়ে চিবিয়ে কথা বলেন৷ ছাত্র-যুব ফ্রন্টে দারুণ প্রভাব ৷ সিপিএমের অন্যতম এই সম্পদের নাম, মানব মুখোপাধ্যায় ৷

তারপর দলের সব জারিজুরি যখন শেষের দিকে, যখন একে একে দেউটি নিভে যাওয়া শুরু হলো, তখন ইনি চলে গেলেন “হোম কোয়ারেন্টাইনে”৷ না, তখনও করোনা দেশে আসেনি, কিন্তু উনি নিভৃতে যাওয়ার কৌশলটা তখন থেকেই জানতেন৷ চলে গেলেন ঘরের কোনে৷
পাছে ক্ষমতাচ্যুত দলকে লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনার পরিশ্রম করতে হয়৷ তারপর থেকে এনাকে আর সেভাবে কেউ দেখতেই পান না৷

কিন্তু ইনি আছেন সোশ্যাল মিডিয়ায়, বড়ই সক্রিয়৷ নানারকম মন্তব্য করেন, নিজের সাধ্য অনুযায়ী ৷
বুধবার, ৫ আগস্ট, সকালের দিকেও তিনি অ্যাক্টিভ ছিলেন৷ এদিন হঠাৎ বুদ্ধিটা মোচড় দিয়ে ওঠার পর ফেসবুকে বেশ “চিন্তাপ্রসূত” একটি পোস্ট মারলেন৷ লিখলেন, “আজ আবার প্রমান হল , ধর্মনিরপেক্ষতা নিয়ে জাতীয় কংগ্রেসের অবস্থান সুবিধাবাদী অবস্থান৷ সব ধর্মকে উৎসাহ দেওয়া কোন রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দল কোন ধর্মকে আলাদা করে উৎসাহ দেবে না। এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা।”

পোস্ট পড়লেই পোস্টদাতার ফোকাস বোঝা যায়৷ বুঝতে অসুবিধা হয়না, মানববাবু এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ঘোরতর বিরোধী৷ উনি একা চলার পক্ষে৷ বেশ লাইক-কমেন্ট পেলেন৷

এর পরেই কোনও একটা কাণ্ড নিশ্চিতভাবেই নীরবে ঘটে গিয়েছে৷ কাণ্ড মানে, এই পোস্টের জন্য মানববাবু সিওর আলিমুদ্দিনের ঝাড় খেয়েছেন৷ আরও বেশি কিছুও হতে পারে৷ বলতে পারেন, কী করে জানলেন ? না, কেউ বলেনি ঠিকই, কিন্তু ঘটনাপ্রবাহ তো তেমনই বলছে৷

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে এলো মানব মুখোপাধ্যায়ের দ্বিতীয় একটি পোস্ট৷ কী ভাবছেন, কংগ্রেসের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পোস্ট ? আরে ছোঃ!

ওনার এই পোস্টটা আগেরটার থেকে ছোট৷ বেশ আবেগঘন৷ তিনি লিখলেন,

“আজকের পরিস্থিতিতে কংগ্রেসের সাথে জোট করেই আমাদের এগোতে হবে।”

নিন, এবার ম্যাও সামলান ! কী বলবেন মানববাবুকে আপনারা ঠিক করুন৷ আমরা শুধু তথ্য-প্রমাণ-সহ ঘটনাটি সামনে এনে দিলাম৷

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...