Thursday, August 21, 2025

প্রাক্তন বামমন্ত্রীর দু’টি পোস্ট দেখে হেসেই কুপোকাত রাজনৈতিক মহল

Date:

সিপিএম নেতার এই হাল দেখে গোটা চিড়িয়াখানাই হেসে কুটোপাটি হবে৷

যে সে নেতা ইনি নন, দলের সুসময়ের প্রোডাক্ট৷ এক আনাও বিপ্লব করতে হয়নি, অথচ মন্ত্রীও হয়েছেন৷ যখন এই বাংলা সিপিএমের দখলে ছিলো, যখন সব ধরনের নিপীড়ন কাজে লাগিয়ে ‘আমরা ২৩৫’ ছিলো দলের ট্যাগ লাইন, তখন ইনি সিপিএমের “অবিসংবাদী” নেতা ও মন্ত্রী৷ চিবিয়ে চিবিয়ে কথা বলেন৷ ছাত্র-যুব ফ্রন্টে দারুণ প্রভাব ৷ সিপিএমের অন্যতম এই সম্পদের নাম, মানব মুখোপাধ্যায় ৷

তারপর দলের সব জারিজুরি যখন শেষের দিকে, যখন একে একে দেউটি নিভে যাওয়া শুরু হলো, তখন ইনি চলে গেলেন “হোম কোয়ারেন্টাইনে”৷ না, তখনও করোনা দেশে আসেনি, কিন্তু উনি নিভৃতে যাওয়ার কৌশলটা তখন থেকেই জানতেন৷ চলে গেলেন ঘরের কোনে৷
পাছে ক্ষমতাচ্যুত দলকে লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনার পরিশ্রম করতে হয়৷ তারপর থেকে এনাকে আর সেভাবে কেউ দেখতেই পান না৷

কিন্তু ইনি আছেন সোশ্যাল মিডিয়ায়, বড়ই সক্রিয়৷ নানারকম মন্তব্য করেন, নিজের সাধ্য অনুযায়ী ৷
বুধবার, ৫ আগস্ট, সকালের দিকেও তিনি অ্যাক্টিভ ছিলেন৷ এদিন হঠাৎ বুদ্ধিটা মোচড় দিয়ে ওঠার পর ফেসবুকে বেশ “চিন্তাপ্রসূত” একটি পোস্ট মারলেন৷ লিখলেন, “আজ আবার প্রমান হল , ধর্মনিরপেক্ষতা নিয়ে জাতীয় কংগ্রেসের অবস্থান সুবিধাবাদী অবস্থান৷ সব ধর্মকে উৎসাহ দেওয়া কোন রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দল কোন ধর্মকে আলাদা করে উৎসাহ দেবে না। এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা।”

পোস্ট পড়লেই পোস্টদাতার ফোকাস বোঝা যায়৷ বুঝতে অসুবিধা হয়না, মানববাবু এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ঘোরতর বিরোধী৷ উনি একা চলার পক্ষে৷ বেশ লাইক-কমেন্ট পেলেন৷

এর পরেই কোনও একটা কাণ্ড নিশ্চিতভাবেই নীরবে ঘটে গিয়েছে৷ কাণ্ড মানে, এই পোস্টের জন্য মানববাবু সিওর আলিমুদ্দিনের ঝাড় খেয়েছেন৷ আরও বেশি কিছুও হতে পারে৷ বলতে পারেন, কী করে জানলেন ? না, কেউ বলেনি ঠিকই, কিন্তু ঘটনাপ্রবাহ তো তেমনই বলছে৷

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে এলো মানব মুখোপাধ্যায়ের দ্বিতীয় একটি পোস্ট৷ কী ভাবছেন, কংগ্রেসের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পোস্ট ? আরে ছোঃ!

ওনার এই পোস্টটা আগেরটার থেকে ছোট৷ বেশ আবেগঘন৷ তিনি লিখলেন,

“আজকের পরিস্থিতিতে কংগ্রেসের সাথে জোট করেই আমাদের এগোতে হবে।”

নিন, এবার ম্যাও সামলান ! কী বলবেন মানববাবুকে আপনারা ঠিক করুন৷ আমরা শুধু তথ্য-প্রমাণ-সহ ঘটনাটি সামনে এনে দিলাম৷

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version