কথিত আছে রামের প্রিয় রং হলুদ, তাই পীতাম্বরী সাজে সেজে উঠেছে অযোধ্যা

বহুচর্চিত রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজো উপলক্ষ্যে অযোধ্যার রূপটাই যেন বদলে গিয়েছে। গোটা অযোধ্যাই সেজে উঠেছে যেন কোনও পীতাম্বরী বধূর সাজে। সারা অযোধ্যাকে হলুদে হলুদ করে দেওয়া হয়েছে। চারিদিকে হলুদ দেওয়াল, ফুলের মালা ঝুলছে।

পূর্ণ তিথিতে বেলা সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজো উপলক্ষ্যে ধুতি এবং তসরের পঞ্জাবি পড়েছেন প্রধানমন্ত্রী।

করোনা আবহে সুরক্ষা বিধির কথা মাথায় রেখে স্যানিটাইজ করা হয়েছে অযোধ্যার হনুমানগড়ি মন্দির থেকে শুরু করে বিরাট এলাকাজুড়ে। ব্যাপক নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।

Previous articleসুশান্ত সিং মৃত্যু মামলা যাচ্ছে সিবিআই-এর হাতে
Next articleভূমিপুজো উপলক্ষ্যে হোম যজ্ঞ হুগলিতে