এবার রাজ্যপাল নিশানা করলেন পুলিশকে, বললেন, আপনাদের কাজ নয় রাজনীতি করা

আবার রাজ্যপাল। তোপের নিশানা রাজ্যের পুলিশ। বললেন, পুলিশকে বলব, আপনারা আইনের পথে থাকুন, নিরপেক্ষ থাকুন। রাজনীতি করা আপনাদের কাজ নয়। রাজনীতিকদের হাতে এ কাজটা ছেড়ে দিন। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস উপলক্ষ্যে রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে এসে এ কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রামজন্মভূমির শিলান্যাস নিয়ে রাজ্যপালের দাবি, ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে। এবার স্বপ্নপূরণ। এরফলে ভারতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। আজকের দিন গর্বের দিন। শুধু তাই নয়, তাঁর দাবি, সংবিধানের একটি সংস্করণ এই রাজভবনে আছে, যেখানে রাম-সীতার ছবি আছে। রাজ্যপাল বলেন আজকের দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, কারণ এক বছর আগে ৩৭০ ধারাও এইদিনে তুলে নেওয়া হয়েছিল।

Previous articleফের ভাইরাস আক্রান্ত মেডিক্যাল কলেজের সহকারী সুপার!
Next articleপ্রধানমন্ত্রী মহাপুরুষ, তাঁর দূরদৃষ্টির জন্যই রাম মন্দির আজ বাস্তবায়িত: যোগী আদিত্যনাথ