Friday, December 19, 2025

গেহলটের স্বস্তি, বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানের বিরুদ্ধে আর্জি খারিজ হাইকোর্টে

Date:

Share post:

শচিন পাইলট সহ ১৯ কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে তৈরি হওয়া সংকটের মধ্যেও আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগদান চ্যালেঞ্জ করে আনা মামলাটি খারিজ হয়ে গিয়েছে। বিজেপি ও বিএসপি দুই দলের পক্ষ থেকেই আদালতে আর্জি জানানো হয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানকে বাতিল ঘোষণা করা হোক। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে সেটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ফলে বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদান ও গেহলট সরকারকে সমর্থনের ব্যাপারে এই মুহূর্তে কোনও বাধা নেই। বলা বাহুল্য, আগামী ১৪ অগাস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুর আগে সরকারের ম্যাজিক ফিগার নিয়ে প্রবল চাপে থাকা গেহলট অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের এদিনের রায়ে।

২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগার ১০১। বিদ্রোহী পাইলট শিবিরের ১৯ জন বিধায়ককে বাদ দিলে গেহলটের পক্ষে আছে মাত্র ১০২ জনের সমর্থন। এরমধ্যে বিএসপির টিকিটে জেতা ৬ বিধায়কের সমর্থনও ধরা রয়েছে। মায়াবতীর দলের এই ছয় বিধায়ক গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন এবং তা অনুমোদন করেন বিধানসভার স্পিকার সিপি যোশী। যেহেতু বিএসপির সব বিধায়কই একসঙ্গে নিজেদের দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেছেন, ফলে দলত্যাগবিরোধী চলতি অাইন তাঁদের ক্ষেত্রে খাটে না। এরপরেও এই দলবদলকে বাতিল করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা হয়, যা এদিন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...