Monday, August 25, 2025

ভিভো অতীত, আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে চার সংস্থার জোরদার লড়াই

Date:

ভিভো-আইপিএলের গাঁটছড়া ভেঙেছে। প্রশ্ন হলো, আইপিএলের মতো তুমুল জনপ্রিয় টুর্নামেন্টের স্পনসর কে বা কারা হবে? বোর্ড সূত্রে খবর, এই বরাত পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে অ্যামাজন। একদিকে আইপিএল, অন্যদিকে দুর্গাপুজো-দেওয়ালি এই মরশুম ধরতেও তারা নানা যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

ভিভোর অর্থ পূরণের জন্য ক্রিকেট বোর্ড একজন স্পনসর ও দুটি কো-স্পনসরের সন্ধানে রয়েছে। এছাড়া টাইটেল স্পনসর ও অ্যাসোসিয়েট স্পনসরও রয়েছে। ভিভোর পুল ছিল ৪৪০ কোটি। নয়া স্পনসর ১৮০ দিলেও লাভ বোর্ডের। অ্যামাজন মূল স্পনসর হলে বাইজুস আর ড্রিম ইলেভেন লড়াইয়ে এগিয়ে রয়েছে। দুটি কো-স্পনসরকে টক্কর দিতে নেমেছে অ্যানঅ্যাকাডেমি ও মাই সার্কেল-১১। এই তালিকা দ্রুত শেষ করতে হবে, কারণ, দ্রুত জার্সি, স্পনসরশিপ নিয়ে এগোতে হবে। ড্রিম ইলেভেন যদি প্রতি মরশুমে ৪০ কোটি টাকা করে দেয়, তাহলে বিসিসিআই বিড করার জন্য আরও ৪০ কোটি চাইবে অফিসিয়াল পার্টনার হতে।

ভিভো সরে যাওয়ায় প্রতিটি ফ্রাঞ্চাইজি এ বছরের ক্ষতি কম করে ১৫ কোটি টাকা। এবার নতুন করে টেন্ডার ডাকবে ভারতীয় বোর্ড। বোর্ড বলছে বহু সংস্থার সঙ্গে কথা হচ্ছে। তবে একটি সূত্রে খবর, শেষে দাঁও মারতে পারে দেশি সংস্থা। টাইটেল স্পনসর রিলায়েন্স জিও হতে পারে। এছাড়া লড়াইয়ে রয়েছে বাইজু, কোকাকোলা, অ্যামাজন, আরপিজি, এমনকী পতঞ্জলির নামও শোনা যাচ্ছে। বছরে ৪৪০ কোটির ঘাটতি মেটাতে অনেকগুলি স্পনসর দরকার। চুক্তি হবে এক বছরের। তবে বোর্ডের সবচেয়ে বড় ভরসা ৩২৫০ কোটি টাকার ব্রডকাস্টিং চুক্তি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version