Wednesday, November 12, 2025

দেহ সৎকার ঘিরে উত্তেজনা কোচবিহার মহাশ্মশানে। রণক্ষেত্র চেহারা নিল পিলখানা এলাকা।  পুলিশ ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। লাঠিচার্জ করে জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় পুলিশ।

এলাকাবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই পুলিশ এলাকাকে ঘিরে ফেলে। তারপরই শ্মশানে দেহ নিয়ে ঢোকে কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পুরসভার কর্মীরা। স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুটি কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়।
কোচবিহার পুরসভার সেনেটারি অফিসার বিশ্বজিৎ রায় জানান, যে ব্যক্তির দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়, তাঁর শরীরে কোনও ভাইরাস ছিল না। তবে তাঁর করোনা চিকিৎসা হয়েছিল এবং তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই কথা জানাজানি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দেহ সৎকারে বাধা দেন। পুলিশের উপর চড়াও হন বলেও অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকলে বাধ্য হয়ে পুলিশ লাঠি চালায়। পরে পুলিশের উপস্থিতিতে দেহ সৎকার হয়েছে। এদিন অগ্রণী ভূমিকা গ্রহণ করেন জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ওই ব্যক্তিকে তিনি নিজে কোভিড হাসপাতালে ভর্তি করেছিলেন, তিনিই সৎকার করলেন।
কোচবিহারের পাশাপাশি এদিন তুফানগঞ্জ 6 নম্বর ওয়ার্ডের দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বা কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version