Friday, November 14, 2025

ইডি-সিবিআইয়ের জোড়া ফলা, আজ কি তদন্তকারীদের সামনে আসবেন রিয়া?

Date:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে অন্যতম কেন্দ্রীয় চরিত্র তিনিই। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। আর্থিক প্রতারণা, চুরি, মানসিক নির্যাতন, জোর করে আটকে রাখা, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং। আর সেই অভিযোগের ভিত্তিতেই কেস দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় দুই সংস্থা ইডি ও সিবিআই। মুম্বই পুলিশ রিয়াকে ক্লিনচিট দিলেও ইডি-সিবিআইয়ের জোড়া ফলার সামনে এখন পড়তে হবে তাঁকে। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এফআইঅারেই প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী। আজ শুক্রবার তাঁকে জেরার জন্য মুম্বইয়ের অফিসে তলব করেছে ইডি। কিন্তু তদন্ত এড়াতে পালিয়ে বেড়ানো রিয়া আজ আসবেন কিনা পরিষ্কার নয়। ইতিমধ্যেই করোনার ছুতো দেখিয়ে তিনি জেরা এড়ানোর পরিকল্পনা করছেন বলে খবর। বৃহস্পতিবার তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে বলেছেন, মুম্বইয়ের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই জিজ্ঞাসাবাদ পিছনো হোক। এই আর্জি উড়িয়ে ইডির তরফে জানানো হয়েছে, সবরকম সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা কাজ করছেন। গতকালই রিয়া ঘনিষ্ঠ আরেক অভিযুক্ত স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ব্যক্তিকে সুশান্তের ম্যানেজার নিয়োগ করেছিলেন রিয়া। রিয়া ও তাঁর পরিবারের সঙ্গে ষড়যন্ত্রে এই ব্যক্তি যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে সুশান্তের পরিবার। স্যামুয়েল ছাড়া সুশান্ত ও রিয়ার দুই চার্টার্ড অ্যাকাউন্টকেও জেরা করেছে ইডি। রিয়ার বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ইডির জেরায় রিয়া তার সদুত্তর দিতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...
Exit mobile version