জয়েন্টের প্রথম দশে দিল্লি বোর্ডের রমরমা

শুক্রবার প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এদিন ফল প্রকাশের পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করেছে বোর্ড। প্রথম ১০ জনের মধ্যে ৯ জন দিল্লি বোর্ডের পড়ুয়া। এই ৯ জনের মধ্যে ৭ পড়ুয়া সিবিএসই বোর্ড এবং ২ পড়ুয়া আইসিএসই বোর্ডের। শুধুমাত্র অষ্টম স্থানাধিকারী অরিত্র মিত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার। শূন্য থেকে যারা বেশি পেয়েছেন তাঁদের প্রত্যেককে স্থান দেওয়া হয়েছে। এবছর জয়েন্টে স্থানাধিকারীর সংখ্যা ৭২ হাজার ২৯৮। মোট পাশ করা পরীক্ষার্থীর ৫১ শতাংশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। বাকি ৪৯ শতাংশ সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ডের।

Previous articleঅর্জুন বাহুবলি, উত্তরপ্রদেশ থেকে ‘এনকাউন্টার’-‘সুপারি’ শব্দ আমদানি করছেন দিলীপ! কটাক্ষ ববির
Next articleপ্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, এক নজরে দেখে নিন মেধাতালিকা…