ফের অর্জুনের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান, পাল্টা মামলার হুমকি সাংসদের

ফের একবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে পুলিশি তল্লাশি।এই নিয়ে একমাসের মধ্যে দু’বার এই ডাকাবুকো নেতার বাড়িতে গেল পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাটপাড়া এবং জগদ্দল থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় অর্জুনের বাড়িতে। পুলিশ জোর করে বাড়িতে ঢুকতে গেলে তাঁদের বাধা দেন সাংসদের বাড়ির নিরাপত্তারক্ষীরা। তাঁরা পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। অভিযোগ, পুলিশ কোনও সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি। যার ফলে সাংসদের বাড়ি তল্লাশি করতে বাধা দেয় তাঁর নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভাটপাড়ায় তৃণমূলের কর্মী ধর্মেন্দ্র সিং-কে গুলি করার অভিযোগে গনেশ সাউ নামে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই সুপারি দেওয়া ব্যক্তির নাম উঠে আসে। আর ওই ব্যক্তির খোঁজেই নাকি অর্জুনের বাড়ি তল্লাশি করতে আসে পুলিশ।

এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “চক্রান্ত করে পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সম্মানহানির চেষ্টা করছে । মহামারী আইন ভেঙে আমার বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। এই ঘটনার বিরুদ্ধে আমি মামলা করব।”

Previous articleইডি-সিবিআইয়ের জোড়া ফলা, আজ কি তদন্তকারীদের সামনে আসবেন রিয়া?
Next articleবিজয় মালিয়া ও অগুস্তা কেসের তদন্তকারী সিবিআই টিমই সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্বে