গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলের বিশকিছু জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে কেরলের বেশকিছু জায়গা থেকে ভূমিধসের খবর এসেছে।
এরই মধ্যে আজ শুক্রবার সকালে ভয়াবহ ধস নামে ইদুক্কি জেলার মুন্নারের কাছে অবস্থিত রাজামালা এলাকায়। জানা গিয়েছে, এই ধসের ফলে সেখানে মাটিতে চাপা পড়েছেন ৭০-৮০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। ধসের মধ্যে থেকে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামালার একটি চা’বাগানে এই ধস নামে এদিন। ফলে ধসের নীচে যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের অধিকাংশেরই চা বাগানের শ্রমিক হওয়ার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের টিম। কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে।
অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে ইতিমধ্যেই মালাপপুরমে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর্নাকুলাম, ইদুক্কি, পালাক্কর, ত্রিশুর, ওয়ানাড, কোঝিকোরে জারি করা হয়েছে আংশিক সতর্কতা।
