তদন্তে যাওয়া বিহার পুলিশের এক IPS-কে ফেরত পাঠাচ্ছে মুম্বই প্রশাসন

পরিস্থিতি জটিল হচ্ছে৷ বিহার পুলিশের IPS

বিনয় তিওয়ারিকে আজ, শুক্রবার মুম্বই পুরসভা মুক্তি দিয়েছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্ত করতে এই IPS মুম্বই গিয়েছিলেন৷ মুম্বই-এ যাওয়ামাত্রই তাঁকে জোর করে ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠানো হয়৷ এই ঘটনার পর বিহার পুলিশের তরফে কড়া ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়ার পর, আজ শুক্রবার বিনয় তিওয়ারিকে মুক্তি দেওয়া হয়েছে৷ তবে এই মুক্তির নির্দেশের সঙ্গেই একধিক কঠোর শর্ত আরোপ করা হয়েছে৷ মুম্বই পুরসভা বলেছে, বিনয় তিওয়ারিকে আগামীকাল, শনিবারের মধ্যে মুম্বই ছেড়ে চলে যেতে হবে। তাঁকে অবশ্যই তার রিটার্ন টিকিট জমা দিতে হবে। এবং তিনি কোনও ধরনের তদন্তে যুক্ত থাকতে পারবেন না৷ তিওয়ারি যাতে পাটনা ফিরে যেতে পারেন, সেজন্য কিছু বিধি শিথিল করা হয়েছে৷

Previous articleঅভিযোগ নিয়ে লালবাজারে কুণাল, জেনে নিন কেন
Next articleতৃণমূল শিবিরে জল্পনা, আজ রাজ্যের এক পরিচিত সমাজকর্মী দলে যোগ দিচ্ছেন