ইউএস ওপেনে পুরস্কার মূল্য এক ধাক্কায় কমে গেল ৬.৩৬ কোটি টাকা!

করোনার ‘মহাকোপ’, ইউএস ওপেনে পুরস্কার মূল্য এক ধাক্কায় কমে গেল ৬.৩৬ কোটি টাকা!
করোনা ভাইরাসের মারণ সংক্রমণে সারা বিশ্ব ধুঁকছে । এই অতিমারির প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও৷ এবার ৩১ অগাস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন ৷ কিন্তু এবার ইউএস ওপেনের পুরস্কার মূল্যে বড়সড় কাটছাঁট হচ্ছে।আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৮.৫০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৩৬ কোটি টাকা কম বরাদ্দ হবে পুরস্কার মূল্য৷
পুরুষ ও মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নশিপের পুরস্কারমূল্য তিন মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২২ কোটি ৫৪ লক্ষ টাকা হয়৷ এবার টুর্নামেন্টে অংশ নেওয়া টেনিস প্লেয়ারদের জন্য মোট বরাদ্দ পুরস্কার মূল্য ৫৩.৪ মিলিয়ন ডলার যা প্রায় ৩৯৯ কোটি টাকা৷ যেটা গত বছর ছিল ৫৭,২ মিলিয়ন ডলার বা ৪২৭ কোটি টাকা৷

Previous article‘আজাদ হল’-এর কর্মীদের সাহায্যার্থে ওয়েব প্লাটফর্মে অনুষ্ঠান
Next articleকালিকট রানওয়েতে পিছলে গেল বিমান, বড় ক্ষতির আশঙ্কা