Sunday, August 24, 2025

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে: সোজা বাংলায় জানালেন ডেরেক ও’ব্রায়েন

Date:

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে- খতিয়ান দিয়ে ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পর শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, লোকসভায় 41% রাজ্যসভায় 31 শতাংশ তৃণমূল সাংসদই মহিলা। বাংলায় বহু মহিলা শিল্পোদ্যোগী রয়েছেন। পঞ্চায়েতের সব স্তরে মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত। শুধু তাই নয়, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত দু’বছর মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।

26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে এই সব বিষয়ে গত কয়েক দিনের এক মিনিটের ভিডিও-তে জানান ডেরেক।বুধবার, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে তৃণমূল আমলে সেটি তথ্য সহকারে জানিয়ে ছিলেন। শুক্রবারে বিষয়টি জানালেন, বাংলায় তৃণমূল সরকারের আমলে মহিলাদের পরিস্থিতির কথা।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।


‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version