উত্তরপ্রদেশে লগ্নি বাড়াতে সিঙ্গাপুরের অভিযানে প্রসূনরা

উত্তরপ্রদেশে লগ্নি বাড়াতে সিঙ্গাপুরের অভিযানে সক্রিয় প্রসূন মুখোপাধ্যায়রা। যোগী সরকার একটি লগ্নিসম্মেলন করেছে। ভার্চুয়াল সম্মেলনে ছিলেন সিঙ্গাপুর ভারত চেম্বারের শীর্ষকর্তারা। সিঙ্গাপুরও চাইছে ভারতে ব্যবসার প্রসার। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজার বাজাতে। মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং ও আমলারা বুঝিয়ে বলেন কেন দিল্লির নিকটবর্তী উত্তরপ্রদেশ লগ্নির জন্য ভালো। তাঁরা বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও প্যাকেজের কথা বলেন। প্রসূনসহ সিঙ্গাপুরের কর্তারা জানান আদর্শ পরিবেশ পেলে তাঁরা লগ্নিতে রাজি। বস্তুত এক প্রবাসী বঙ্গসন্তান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।

Previous articleঅমানবিক! মেলেনি অ্যাম্বুল্যান্স, জখম শিশুকে ভ্যানে চাপিয়ে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা
Next articleভাবমূর্তি নষ্ট করার চেষ্টা! বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর