পাতিপুকুর বাজারের মাছ ব্যবসায়ীদের অ্যান্টি-বডি টেস্ট

কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেনের উদ্যোগে পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ পাইকারি মাছের বাজার পাতিপুকুরে যে সমস্ত ব্যবসায়ী আছেন তাঁদের জন্য এই করোনা আবহে একটি অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করা হয়।

এই মাছ বাজারে নিয়মিত প্রায় ৫ হাজারেরও বেশি ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। এই বিষয়ে শান্তনু সেন বলেন, এই টেস্টে যদি পজিটিভ আসে সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ, আক্রান্তকে সুস্থ করতে সবরকম প্রচেষ্টা তাঁরা চালাবেন। প্রয়োজনে হোম আইসোলেশন থেকে শুরু করে হাসপাতালের ব্যবস্থাও তাঁরা করে দেবেন। তবে একইসঙ্গে শান্তনু সেন জানান, সংক্রমণ যাতে না ছড়ায়, সেই জন্য ক্রেতা-বিক্রেতা সকলকেই সচেতন হতে হবে।