করোনা-মুক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার তাঁর দলের সদস্য মনোজ তিওয়ারি টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থ হওয়ার কথা জানান ।2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি ভর্তি হন । তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সুশীলা কটারিয়া ।শাহের নতুন করে পরীক্ষাই হয়নি, মনোজের দাবি খারিজ করে বলল স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই নিজের পোস্টটি টুইটার থেকে সরিয়ে দেন মনোজ।
