Friday, July 4, 2025

কথার জালে ফাঁসিয়ে ব্যবসায়ীর থেকে ৫৫ লক্ষ টাকা হাতালেন বিদেশি তরুণী

Date:

ফেসবুকে পরিচয় হয়েছিল বিদেশি তরুণীর সঙ্গে। কথার জালে ফেঁসে ৫৫ লক্ষ টাকা খোয়ালেন পাঁশকুড়ার ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর অভিযোগ, ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহ করার টোপ দিয়ে তাঁর থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছে স্কটিশ তরুণী।

ব্যবসায়ী আশিস সাউ পাঁশকুড়ার বাসিন্দা। ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আশিস জানিয়েছেন, গত ৬ এপ্রিল এক তরুণীর সঙ্গে ফেসবুকে তাঁর আলাপ। ওই তরুণী জানান তিনি স্কটল্যান্ডের বাসিন্দা। রোজই প্রায় কথা হত বলে জানিয়েছেন আশিস। তরুণী জানিয়েছিলেন, আমেরিকার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তিনি যুক্ত। যে সংস্থার সঙ্গে তিনি যুক্ত তারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে বলে জানিয়েছিলেন তরুণী। আশিসকে তিনি জানান, ভ্যাকসিন তৈরির কাজে যারা কাঁচামাল সরবরাহ করছে তাদের কমিশন দেওয়া হচ্ছে। ওই কাজে আশিসকে যোগ দেওয়ার কথা বলেন ওই তরুণী।

কোথায় কাঁচামাল পাওয়া যাবে সেই খোঁজ খবর দেন তরুণী।মহারাষ্ট্রের এক সংস্থার ঠিকানা, ফোন নম্বর, ই-মেল আইডি আশিসকে দেন তিনি। মহারাষ্ট্রের সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ৬ জুলাই আমেরিকার সংস্থা কাঁচামাল সংগ্রহ করবে। কাঁচামাল নেওয়ার জন্য ৪০ শতাংশ টাকা অগ্রিম দিতে হবে। এরপর দফায় দফায় টাকা দেন ওই ব্যবসায়ী। সব মিলিয়ে প্রায় ৫৫ লক্ষ টাকা দেন তিনি। অভিযোগ টাকা দেওয়া হলেও কোনও কাঁচামাল পাননি আশিস সাউ। এমনকী ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। এরপরই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Related articles

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...

সোমবার থেকেই কসবার আইন কলেজে শুরু পঠনপাঠন!

কসবার আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের অভিযোগের পর থেকে বন্ধ পঠন-পাঠন। এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ...

মুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী...

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair...
Exit mobile version