Friday, August 22, 2025

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের নতুন আবদার, অস্বস্তি গেরুয়া শিবিরে

Date:

প্রধানমন্ত্রী নিজের হাতে গত ৫ অগাস্ট অযোধ্যার রামমন্দিরের ভিত নির্মাণ করছেন। এই রাম মন্দিরের নির্মাণ সরকারের এক বিরাট সাফল্য বলে ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী ৷ রমরমিয়ে শুরু হয়ে গিয়েছে মন্দির নির্মাণের কাজ৷

কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার মুখেই নতুন এক জটিলতা তৈরি করলো অখিল ভারতীয় আখাড়া পরিষদ৷ পরিষদের দাবি, অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দুপরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের মূর্তি বসাতে হবে৷ সিংঘলের মূর্তি না বসালে তাঁকে অসম্মান করবে কেন্দ্র৷ কারণ বিশ্ব হিন্দু পরিষদের অবিসংবাদী নেতা অশোক সিংঘল-ই রাম মন্দির আন্দোলনের পুরোধা তথা প্রাণপুরুষ। তাঁকে বাদ দিলে রাম মন্দির নির্মাণ হবে অসম্পূর্ণ ৷

শুধুই সিংঘল-মূর্তি নয়, আখাড়ার দাবি, রাম মন্দির আন্দোলনে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন,তাঁদের স্মরণেও অযোধ্যায় কীর্তি স্তম্ভ নির্মাণ করতে হবে৷ এই শহিদের তালিকায় আছেন কলকাতার কোঠারি ভাইরাও৷ জোরের সঙ্গে এই দাবি জানিয়েছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।

রাম মন্দির আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের অবদানকে স্মরণীয় রাখতে অযোধ্যায় কীর্তি স্তম্ভ এবং অযোধ্যা ও প্রয়াগরাজে বিশ্ব হিন্দুও পরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের মূর্তি নির্মাণের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছে অখিল ভারতীয় আখাড়া পরিষদ।
পরিষদের মহাসচিব স্বামী হরি গিরি একথা জানিয়েছেন। রাম মন্দিরের নির্মাণ নিয়ে এতো বছর ধরে, এতো লড়াইয়ের পর এবার আখাড়া সোজাসুজি জানিয়েছে, সরকারকে এবার রামমন্দিরের পাশে সিংঘল মূর্তি ও স্তম্ভ নির্মাণের কথা ঘোষণা করতে হবে৷ পরিষদের এই ঘোষণায় কলকাতা-সহ ৬ রাজ্যে সমস্যা বাড়বে বলেই অনেকে মনে করছেন।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version