কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দুপুর একটা নাগাদ টুইটারে নিজেই সে কথা জানান তিনি।
প্রণবাবুর করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইটবার্তায় মমতা লিখেছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দা’র করোনা আক্রান্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন। এই সময়ে তিনি এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘বয়স হয়েছে। সেজন্য চিন্তার।’ প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী
Date:
Share post:
